Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

কপোতাক্ষ -শালিখার কোলে লালিত ছায়া সুনিবিড় স্বপ্নের নীড়, পানের বরজ আর  বৃক্ষ লতার বুকে অবস্থিত তালা উপজেলার আয়তন ৩৩৭.২৬ বর্গ কি.মি এবং ২০১১ আদমশুমারী অনুযায়ী জনসংখ্যা ২৯৯৮২০ জন । তালায় কৃষি পরিবেশ অঞ্চল ২টি এইজেড নং- ১১ এবং ১৩ , উচ্চ গঙ্গা প্নাবন ভূমি এবং গঙ্গা জোয়ার প্লাবন ভুমি। এইজেড নং- ১১ এর আওতায় আবাদি জমির পরিমান ১৯৯৭৮ হেক্টর এবং এইজেড নং- ১৩ এর আওতায় জমির পরিমান ৪৭৬২ হেক্টর। তালায় বার্ষিক বৃষ্টিপাত: ১৩৪৮ - ২১২২ মিঃ মিঃ এবং তাপমাত্রা : শীতকালে সর্বনিম্ন ৭.২ ডিগ্রী সেলসিয়াস, গ্রীষ্মকালে ৪১.৭ ডিগ্রী সেলসিয়াস।  এখানকার  জলবায়ু : ক্রান্তীয় মৌসুমী জলবায় সমৃদ্ধ। তালা উপজেলায় মোট আবাদী জমির পরিমান  ২৪৪৪০ হেক্টর। সাহিত্যিক সেকেন্দার আবু জাফরের উপজেলা তালা। এ উপজেলার লোকজন কৃষি কাজের সাথে ওতোপ্রত ভাবে জড়িত। ধান, পাট, গম, ডাল জাতীয় ফসল, তেল জাতীয় ফসল, মসলা ও বিভিন্ন প্রকার সবজি এই উপজেলার প্রধান ফসল। বর্তমান কৃষি বান্ধব সরকারের উদ্যোগে উৎপাদনের প্রধান উপকরণ বীজ ও সারের মূল্য কৃষকের নাগালের মধ্যে। অন্যদিকে উৎপাদিত কৃষি পন্যের বাজারমূল্য কৃষকের অনুকুল হওয়ায় কৃষকগণ অধিক উৎপাদনে আগ্রহী। কৃষকগণকে সঠিক সাশ্রয়ী প্রযুক্তি প্রয়োগে আগ্রহী করা গেলে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি সম্ভব। ২০০৮ ও ২০০৯ সালে সিডর ও আইলার মতো প্রাকৃতিক দূর্যোগ অযাচিত ভাবে এ উপজেলার উপকুলীয় অঞ্চলে আঘাত হেনে কৃষি ব্যবস্থা তছনছ করে দিয়েছে। তথাপি  সরকারের আন্তরিক সহযোগিতা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আন্তরিক প্রচেষ্টায় তালায় কৃষি কার্যক্রম অব্যাহত আছে। যাহা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।